নিয়ম কানুন ও আচরন বিধি

শিক্ষার্থীদের করণীয়
০১। সকল শিক্ষার্থীকে মহান আল্লাহকে রব, মুহাম্মদ (সাঃ) কে রাসুল ও নেতা এবং আল কুরআনকে জীবনের সকল ক্ষেত্রে মেনে চলার সর্বোচ্চ চেষ্টা করতে হবে।
০২। নিয়মিত লেখা পড়া করতে হবে এবং  ক্লাসে উপস্থিত থাকতে হবে। ছুটি ব্যতিত কোনোভাবেই অনুপস্থিত থাকা যাবে না।
০৩। ক্লাসে মুল্যবান দ্রব্য সামগ্রী যেমন এন্ড্রয়েড ফোন, ট্যাব, ল্যাপটপ, দামী ঘড়ি, সোনার আংটি, প্রয়োজনের অতিরিক্ত নগদ টাকা ইত্যাদি নিয়ে আসতে পারবে না।
০৪। মাদরাসা কর্তৃক অনুমোদিত পোষাকে ক্লাস করতে হবে। ছাত্রদের জন্য সাদা পায়জামা, সাদা পাঞ্জাবি,  সাদা টুপি এবং (১ম -৪র্থ) ছাত্রীদের জন্য সাদা পায়জামা, নেভি ব্লু কামিজ,  সাদা স্কার্ফ (৫ম-আলিম) কালো বোরখা,  সাদা হিজাব আবশ্যক।
০৫। গুরুতর অসুস্থতা ছাড়া ক্লাসে অনুপস্থিত থাকা যাবে না। এক্ষেত্রে চিকিৎসকের সনদসহ অধ্যক্ষ বরাবর ছুটি মন্জুরের জন্য আবেদন করতে হবে।
০৬। ক্লাস /পরীক্ষা চলাকালীন জন্মদিন পালন, বিয়ে অনুষ্ঠান, মিলাদ মাহফিল ইত্যাদি উপলক্ষে ছুটির অনুরোধ করা যাবে না। কারন এগুলো শুধু সংশ্লিষ্ট শিক্ষার্থীর লেখাপড়ায় মনোযোগ নষ্ট করে না বরং তার ক্লাসের অন্যান্য শিক্ষার্থীর ক্লাসে অনুপস্থিত থাকার প্রবণতা বাড়িয়ে দেয় এবং পাঠ গ্রহণ ব্যহত করে।

অভিভাবকদের জন্য জ্ঞাতব্য বিষয়
১। নিজ নিজ সন্তানের মাদরাসায় উপস্থিতি নিশ্চিত করা।
২। বিনা অনুমতিতে সন্তান মাদরাসায় অনুপস্থিত থাকলে প্রতিষ্ঠানকে অবগত করানো।
৩। মাদরাসার ইউনিফর্ম পরিধান করে মাদরাসায় আসার ব্যাপারে যত্নশীল হওয়া।
৪। সন্তানের মানোন্নয়নে মাদরাসা কর্তৃপক্ষের আহ্বানে সাড়া দেয়া।
৫। মাদরাসার ডায়েরী নিয়মিত পর্যবেক্ষণ ও স্বাক্ষর করা।
৬। মাদরাসা কর্তৃক ঘোষিত অভিভাবক সমাবেশে উপস্থিত থাকা।
৭। সন্তানের কল্যাণ কামনায় নিয়মিত আল্লাহর নিকট দু‘আ করা।
৮। মোবাইল ফোন ব্যবহার করাকে সম্পূর্ণ নিরুৎসাহিত করা।
৯। নিরাপদ সড়কের নিয়ম মেনে চলাচল করা।
১০। নির্ধারিত সময়ে মাদরাসার বেতন, ফীসহ যাবতীয় পাওনা পরিশোধ করা।