আজ (১১/০৬/২০২০) তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা, ঢাকায় ৯ম শ্রেণির(সাধারণ +বিজ্ঞান )বিভাগের, শ্রেণি শিক্ষক, গাইড টিচার এবং ৯ম শ্রেণির শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে অনলাইন অভিভাবক সমাবেশ করা হয়।
বিশ্ব আজ করোনা ভাইরাসে আক্রান্ত। শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে শিক্ষার্থীরাও বিচ্ছিন্ন, এই অবস্থায় শিক্ষার্থীদের নৈতিক ও মনোদৈহিক উন্নতি লাভের জন্য করণীয় বিষয়ে অভিভাবকদের মতামত গ্রহন করেন এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা প্রদান করেন তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা, ঢাকা’র সুযোগ্য অধ্যক্ষ শায়খুল হাদীস ড. মুহাম্মাদ আবু ইউছুফ খান।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি রুটিন অনুযায়ী নিয়মিত অনলাইন ভিত্তিক ক্লাস করা, শিক্ষকদের সাথে নিয়মিত যোগাযোগ রাখা, হাতের লেখা সুন্দর করার চেষ্টা করা, কুরআন তিলাওয়াত করা এবং মহান রবের নিকট প্রার্থনা করা ইত্যাদি নির্দেশনা দেন।
তিনি, শ্রেণী শিক্ষক, গাইড টিচারদেরকেও শিক্ষার্থীদের সাথে যোগাযোগ বৃদ্ধি এবং পড়ালেখার খোঁজ খবর নেওয়ার জন্য জরুরি তাগাদ প্রদান করেন এবং তিনি বালিকা শাখারও খোঁজ খবর নেন।
সবশেষে তিনি শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও ভবিষ্যৎ সফলতা কামনা করেন। প্রধান অতিথির বক্তব্যে সম্মানিত অধ্যক্ষ এই সব কথা বলেন।